শোকের গাণিতিক গানে টিউলিপ ফোটে,  
শহর শরীর ঘাম দিয়ে জ্বর, তোমারও কী টেনশান বাড়ে?

পাখিদের ভীড় দেখে মনে হয় এ-শহর, শরীর,
গণতন্ত্রের, কিছুটা ক্লান্তির কিছুটা পরীবিবির !

টানেলের মুখে কালোচশমার খদ্দের।
এক দুই করে অনেক কালো জমেছে বুকে,
বুকে ফুল, আতর রুগ্নতন্ত্র খুলে রাতের রাস্তার
এই মুখ, এক শহর- লাবনীর !