বিরেতে বিভ্রমে শিশ দেয় বন্য জীবন
এই সাদা কালোর ভিতর অশোকের বন।
একটা পাখি, অজস্র ফুল, ফুটে থাকা জুঁই-
স্বেচ্ছাচারী হাত বহুবার তোমাকেই ছুঁই।
ঠোঁটে ফোটা ফুলে খুলে রাখা নদী
সুরাসুর জল তুমি পাশে থাকো যদি-
তোমাকে আঁকবে রাত একেকটা অজুহাত
ছুঁয়ে যাবে এই ছবি জলের প্রপাত।