প্রান্তরে সেই এক কোলাহল,
একই ধীরলয়- বিমূর্ত সারসংক্ষেপ।
স্থির স্থানু কাগজ পাথর শব্দ ছাড়িয়ে, শ্রবণ দর্শন অনুভব ছাড়িয়ে-
পৌঁছে গেছি যেখানে তুইও নেই আমিও নেই !
ধূলিবৎ- আলাপচারিতা ধুয়ে গেছে গোপন পরিচয়
ধীরলয়, আমাকে হত্যা করে সুরের ভিতর !
কাব্য আর কফিনের জগতে আড়মোড়া ভাঙ্গে বিরহ।
আমি শুনি সেসব সিম্ফনি- শব্দ ছুরির ধার
এবং একই ধীরলয়; বারবার হত্যা করে সুরের ভিতর।