কাকজ্যোৎস্নার রোমকূপ বেয়ে উঠে আসা
শব্দ, শিকড়, পরাবাস্তব পেয়ারা পাতায়-
কীট,ক্লেশ, প্রেমের মর্তবা নিয়ে জেগে ওঠা রুগ্ন মফস্বল।
চলিষ্ণু এসব শব্দের করোটিতে
পানা শ্যাওলা জলপোকাদের পায়দল ছুটেচলা।
নিলেডাঙ্গার দুপুর খুড়ে বেদনা ফলাতো যারা-
চুপিচুপি উঠে আসে তাদেরই করুণকথা
নদী খুলে রাখে ঢেউয়ের সুকুমারকলা
যতিচিহ্ন খুলে বেরিয়ে পড়া জলের বাহাস !