অথচ ফোটেনি ফুল রুদ্ধ পরাগায়নের হিজল।
বসেছিলাম নিউরো বনে বিবর্ণ ঘাসে
আকাশে শিমুল তুলোর মত মেঘ,
ভালুক হরিণের রূপ ভেঙ্গে হায়েনা হয়ে গেলে
চর্যা পাতায় মুখ থুবড়ে পড়ে থাকে কান্থপা ।
লেবুতলার রোদ্দুরে শুকনো ঘাস;
হিজল বিজনের বিষাদ মেখেছে দুপুর।
আজ আর বিকেলে কোথাও যাব না আমি-
তুমি খুলে দাও নিউরো বনের সাদা,
ঠোঁটের লিপ্সা থেকে কিছুটা উষ্ণতা।