উষ্ণতা এ্যাক্টিভেট হয়ে যাচ্ছে..
বাষ্পজমা স্ক্রিনে আঁকিবুকি করছে দু;সময়
ডেস্কটপএ শীতকাল- পাতাঝরা থীম
অপটু হাত উষ্ণতার কাছাকাছি... কাঁপছে।
বসন্তের শেষ পাতাটা মুহুর্তেই লুপ্ত হয়ে যায়
আবাবিল উড়ে আসে
অপটু হাত কাঁপে
প্রনয়ের কোষে কোষে প্রাচীন তালোয়ার !
রাউন্ড এ্যাবাউটে একটা গাড়ি বারংবার ঘুরছে
মিররে সহাস্য দুটি চোখ
চায়ের দোকানের মায়াবী ধুপের ঘ্রাণ নিয়ে আমাকে চলে যেতে হবে ;
পৃথিবীর শ্রেষ্ঠ গল্পটা এখনি লেখা হবে,
শ্রেষ্ঠ কবিতাটি লিখে রেখে আমি চলে যাব...