ইদানীং ঘুমের গভীরে গলাটা শুকিয়ে যায়
প্র-ধাবিত স্বপ্নেরা একটি নলকূপ থেকে সরিয়ে নিচ্ছে শ্রমিক,
তাদের চোখেমুখে পাটিগাণিতিক বিদ্রূপ !
রাতে ঘাম ক্ষয়রোগ, ক্ষয়ে যাচ্ছি- ইদানিং এই বৈলক্ষণ !
জেগে উঠে দেখি, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গণিতসূত্র
সত্যি হয়ে ওঠে আমার পা। কিছুক্ষণ আগেও যা ছিলো নলকূপ শ্রমিকদের দখলে !
প্রচন্ড পিপাসা নিয়ে খাট থেকে নামলাম
কোথাও গভীর অথবা অগভীর পানির উৎস পাই না আমি
ঘামের আস্বাদও হয়ত পাই না আমি
গণিত গলিত সংখ্যাক্ষরের ভিতরে গুটিশুটি হয়ে ঘুমিয়ে পড়লাম।