১.
ওই চোখেই আমার বাড়ি
তোমার চোখেই আমার যাবতীয় মুদ্রাদোষের হাতেখড়ি !
ছল-ছুতোর ছবক।
নারী,
তোমার চোখেই আমার বৃষ্টি বিলাস, প্রনয় পরমব্রত !
সুখের অসুখ, ওম, শেষ অবশেষ, রূপের শ্লোক, ওই দুটি চোখ !
২.
তোমার ঘুম পায়।
তুমি বালিশের ফুল দেখতে দেখতে, সুতোর নিরুদ্দেশে, ছোট হতে হতে সুচের মত গেঁথে যাও।
তুমি স্বপ্ন দেখতে থাকো। স্বপ্নেরা তোমাকে দেখতে থাকে....
স্বপ্নেরা জেগে ওঠে। শিয়রে অরণ্য সাজায়। সুতোর ফোঁড়ে ফোঁড়ে জেগে ওঠে অবাক অশোকবন।
পাশের ঘরে খাতা কলমের খসখস... ছুটে যায় অজন্তার দিকে.....
ঘোড়ার খুরে দগ্ধ শিকারীর বেদনা নিয়ে.....