একটা কাক পড়ে যাচ্ছে কৃষি আর ক্যালিগ্রাফি !
অতিবাহিত কার্তিকের ভিতর থেকে উধাও পরাঙ্গির চাষ
আলএর অসাড়তা খুটে খুটে খেয়ে গেলো স্নিগ্ধ চড়ুই-
ব্যাথার মত ছড়িয়ে দীর্ঘ দুপুর।
বিরহের ইরিখোলায় পাঠ করি এক স্তুতি !
তবুও ক্ষয়ক্ষতি, বোধএর ভিতরে বীজতলা চিরকাল
ধানের পাতায় আঁকা জুনফাইনাল-
বেদনার দিন
পিতার ছবির পাশে কারা যেন এঁকে যাচ্ছে ঋণ !