এটা শুধু চোখের জল নয়
নয় বা স্রোতের তলে ভেসে যাওয়া আর্তনাদ
স্মৃতির গাজায় পুরনো পাতা
হয়তো এটা গভীর বনের অনুভূতি
এটা কোন মৃত মানবের কান্না
কখনো কখনো এটা প্রাণীর পানি
আমার কিভাবে এটা দেখি ?
এ বাংলার মানবের অন্তরের একাগ্রতা
আমরা কি কখনো ভুলে ছিলাম সে কথা
হয়তো গজানো অলিগলির ভেজা কদমফুল
হয়তো মাটির বুকের ভেসে উঠা জল
আমরা কিভাবে এটা দেখি ?
কখনো কখনো বকুলের সুবাসে আন্দোলন
হারিয়ে গিয়েছে মানবের অশ্রুজল !
মহামারীর উষ্ণ তাপের শিউলি ফুল
কলমি লতার নিন্দেভরা ভুল ...
আমরা কিভাবে এটা দেখি ?
সূক্ষ্ম প্রণয়ে ফাটল ভেঙে, বর্ণহীন জল
কোথায় হারিয়ে গিয়েছে নীতিবানীর প্রথা
হঠাৎ ঊষারপ্রভাতে সমুদ্রে জোয়ারভাটা
হয়তো তোমার ক্ষণে কালবৈশাখীর দুয়ার খুলা
আবার জলে ডুবে যাওয়া নোনা জল
আমরা কিভাবে এটা দেখি ?
চশমার ফাকেঁ নরমবিনয়ে শিশির বিন্দু ফোটাঁ
মধ্যে তুষারপাতের স্নিগ্ধ বরফ গলা
আর আমার নয়নে আলোর ঝিলিক মেলা ?