আজ নিশ্বাস যেনো কণ্টকময়,
হৃদয়ে রক্তক্ষরণের কারণ।
প্রতি নিশ্বাসেই যেনো সব থাকতেও কিসের অভাব অনুভব হয় আজকাল।
একি ভালো থাকা নাকি যাতনা?
এ যেনো স্নিগ্ধতার মাঝেও দিগ্ধতা।
এ যেনো তুষের আগুন অবচেতনেই জ্বলে যাচ্ছে।
পুড়িয়ে কালো করে দিচ্ছে আমার মন।
ভালোবাসার কোমল গোলাপটা আগলে ধরতে গিয়ে
কাঁটা বিধে ফোঁটা ফোঁটা রক্ত ঝড়ছে।
গোলাপটাও হৃদপিন্ডে গেঁথে আছে,
না পারছি ছাড়িয়ে নিতে আর না পারছি হৃদয়ে স্থান দিতে।
একি ভালোবাসা নাকি ঘৃণা ?
মুগ্ধতার মাঝেও উদাসিতা।
অভিমান করতে না চাইলেও অভিমানের শেষ হয় না।
জানি রাগ বা অভিমান দেখার বা গুরুত্ব দেয়ার কেউ নেই।
একাকি নিঃসঙ্গ বসে নিরিবিলি নিজেকে অনুভবের সময়টাও
যেনো অচেতনে চলে যাই হৈচৈ আর হাজারো শব্দের ভিরে।
অথচ জীবনটা যেনো রুদ্ধশ্বাস আর আর নিঃসঙ্গতাই চায়।
সংজ্ঞাহীন জীবন আমার।
সংজ্ঞা খুঁজে পেলাম না।