খুঁজবি সেদিন আকাশে-বাতাসে,
পানির শব্দে, সবুজ ঘাসে,
রদ্দুরে বা শীতের মাঝে।
খুঁজবি সেদিন নদীর বাঁকে,
পাবলিক বাসের পাশের সিটে
কিংবা অঝর বৃষ্টির ঝংকারে।
খুঁজবি সেদিন ব্যস্ত শহরে, একাকীত্বে।
খুঁজবি সেদিন নিঃশব্দে, পাখির ডাকে
কিংবা রিকশায় তোর পাশের সিটে।
খুঁজবি আমার গাছের ফুলে, সোনামণির দুষ্টুমিতে।
খুঁজবি তুই গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্তে, শীত কিংবা বসন্তে।
খুঁজে যখন ক্লান্ত হবি আসিস আমার কবর পাশে।
শার্টের বোতাম একটু খুলে বুকটা রাখিস মাটির পরে।
বুঝবি তখনও ভালোবাসি, কিন্তু আমার খুঁজে পাবি না৷