কই আমি তো শুধু কোপা ফুটবলেরই হই চই শুনি।
আমার শ্রমিক বাবা , ভাই , মা বোনকে তালা বদ্ধ কারখানায় পুড়িয়ে মেরেছে
তাদের চিৎকার তো শুনি না।
আমি ম্যাংগো জুসের মিষ্টি গন্ধটাই পাচ্ছি,
পোড়া রক্তের গন্ধ আমার নাকে আসছে না।
আমি কোপা আমেরিকার জন্য ভায়ে ভায়ে মারামারি করে হাসপাতালের বেড ভরে দিচ্ছি।
হাসপাতালের ফ্লোরে পরে থাকা বায়ান্ন টি লাশ,
বায়ান্ন হাজার স্বপ্নে , বায়ান্ন টি মায়ের কোল খালি করা সন্তান,
বায়ান্নটি সংসারের হাল ধরা বায়ান্ন জন প্রাণহীন মানুষ আমার চোখে পরে না।
আবার হাসপাতালের বেডে শুয়ে শুয়ে বন্ধুর আনা সেজানের মাংগো জুসটা নিয়ে আরামে আমের স্বাদ নিচ্ছি,
আর বলছি, " শালা , আজ আমাদের চার জন মেরেছে। কাল যদি আমি ওদের দশ জন না মেরেছি আমার নাম পুটি অধবা ট্যাংরা মাছ না।"
জুসটা কিন্তু জোস খেতে। কই জুসে রক্তের স্বাদ তো পেলাম না?
আমার দামাল ভায়ের সাপোর্ট করা দলটা না জেতায় ভাই আমার আত্মহত্যা করতে গেলো।
আহা ভাই আমার।
তোমার বাপ যে আগুনে পুড়েছে আর সেই ছাইও যে এখনো বাতাসে উড়ছে তা কি তোমার চোখে পরে না?
শ্রমিকের পরিচয় দিতে লজ্জা লাগে?
তোমার মতো মানুষের বাঁচার অধিকার নেই।
চুপ চাপ আত্মহত্যা করলেই পারতে। মানুষ জানিয়ে দেখানোর কি ছিলো।
আমার কোপা স্ট্যাটাসে সোশ্যাল মিডিয়াতে মানুষের বারবিকিউ হওয়ার নিউটা পাত্তাই পায় না।
আরে পাত্তা পেতে যোগ্যতার প্রয়োজন।
আছে যোগ্যতা?
শালা শ্রমিক।  পঞ্চাশ হাজার টাকা দাম তোর জীবনের।
বায়ান্ন জন মিলে মোট চাব্বিস লাখই হবি।
তোদের পড়া রক্তের গন্ধ নেয়ার সময় নেই আমার।
ও বাবা, এতো কথা বলছি যে।
এদিকে আমার কোপা আমেরিকা ভেসে যাচ্ছে।
হায় হায়।