পরীমনি কি ফ্রি আছো?
মোবাইলে প্রেমিকাদের কারো আজ পাচ্ছি না সাড়া
যদিও মেয়ালিকন্ঠ শোনতে দুই কান করেছি খাড়া
পরীমনি কি ফ্রি আছো?
মোবাইলে আমাদের কথা হয় পুরোমাস
চাঁদ-সুরুজের মতো রুটিন করে
হঠাৎ হেয়ালি অবিশ্বাস
হৃদয়ে ঢুকে পরে-
পরীমনি কি ফ্রি আছো?
প্রণয়ের সূর্য এখন অস্তগামী
বিরহি হৃদয় করে সদা পাগলামি
যদিও আমার নেই এতো তাড়া
পরীমনি কি ফ্রি আছো?
এটি একটি প্যারোডি কবিতা!
মূল কবিতা: অবনী বাড়ি আছো?
কবি: শক্তি চট্টোপাধ্যায়।