গ্রন্থ মেলায় পাঠক ডেকে
লেখক বেচে বই
দুজনে দাঁড়ায় ছবি তুলে
মুখে বলে সে সই
বাসায় ফিরে বেচারা পাঠক
ভাবে বসে একা
তা দেখে বউ ভেংচি কাটে
মুখ করে বাঁকা
স্বামীরে কহে তুচ্ছ করে
হেসে অট্টহাসি
তোমায় দেখে লেখক বুঝি
দিবে গলায় ফাঁসি
বেচারা পাঠক গুমরা মুখে
কহে হে বউ ঠিক
কী যা তা লিখে আজকাল
এমন লেখক-কে ধিক!
মেলায় পেয়েছে জোর করে তাই
ধরিয়ে দিয়েছে বই
আসলে সে নয় গুণী লেখক
আমিও পাঠক কই!
[ শেখ সাদীর কাব্য অবলম্বনে কবি সত্যেন্দ্রনাথদত্তের " উত্তম-অধম" কবিতার প্যারোডি। ]