ধরলা নদের পাড় ঘেষে দাঁড়িয়ে থাকা আমার নির্জীব শহর
চোখে অবুঝ শিশুর মতোন নিস্প্রভ চাহনি
শরীরে যুদ্ধজয়ী টগবগে যৌবন
ওপারে ভারত এপারে ক্ষয়িষ্ণু মোঘল হাট স্থলবন্দর
অচেনা মহেন্দ্রনগরের কিশোরী পথ-ঘাট
তোমাকে করেছি খেলার মাঠ, প্রিয় লালমনি, আমার লালমনিরহাট।
এখানে দাঁড়িয়ে আছে ঈশ্বরের মণ্ডলী
সবুজ চাদরে শুয়ে আছে জীর্ণশীর্ণ রানওয়ে
সারি সারি ভুট্টার ক্ষেত
পাটের সুতোয় ঝুলানো শুকনো তামাক পাতা
প্রেমিকের সুগন্ধি মসলার উদ্যান
নেই কেবল জীবনের পাঠ, প্রিয় লালমনি, আমার লালমনিরহাট।