কেবল তুমি নিজেকে দুর্নীতিবাজ করোনি আমলা-
সিস্টেম করেছে তোমাকে নীতিহীন রাজনৈতিক কামলা
সচিবালয়ের ভেতরে বসে। সেথায় মন্ত্রিগণ
পদন্নোতি আর বদলির সূত্রে কিনেছে তোমার মন।

সুবিধাদি তোমারে ' হায়  করেছে অন্ধ
কিনেছে বিবেক টাকায়, তুমি বুঝো না মন্দ
কত বাড়ি কত নারী দামি দামি আসবাব
ট্যাক্স হতে এসব আসে, দিয়েছে তোমার বাপ
কৃষকের ঘাম থেকে ঝরে মুক্তার হার
সিস্টেম তোমাকে কিনতে দেয় সামান্য উপহার।

ক্ষমতা দিয়ে আইন দিয়ে দিয়েছে নিরাপত্তা
তোমাকে করেছে কৃতদাস তারা হয়েছে কর্তা
দায় পড়ে তোমার উপর অনিয়ম দুর্নীতির
তুমি নও কভু মানুষ,  কীট এ ধরিত্রীর।


মূলঃ মানসী
কবি: রবীন্দ্রনাথ ঠাকুর