আসহাব

চারদিকে কালো মেঘ
বৃষ্টি নামছে ..
দস্যি ছেলেমেয়ে
খোলা হাওয়ায় ছুঁটছে ।
ধূম ধূম উদ্ধোম
নাচছে তো নাচছে...
গড়াগড়ি খেয়ে তারা
বৃষ্টিতে ভিজছে ।
ঝুপ ঝুপ বৃষ্টি
নামলো যে জমিয়ে...
কিষাণীরা ফিরে ঘরে
সব কাজ থামিয়ে ।
উড়ে যায় ভিজে পাখি
এ যেন সন্ধ্যা...
জানালায় চেয়ে থাকে
কিশোরী ছন্দা ।
ঘ্যং ঘ্যং ডাকে ব্যাঙ
বরষার আভাসে...
অপরুপ প্রকৃতি
কদমের সুভাসে
০৪/০৯/১৪