কাস্তে হাতে চলছে কৃষক
মাঠে নতুন ধান
নতুন ধানের গন্ধে তাহার
ভরে উঠে প্রাণ ।
হেমন্তের এই প্রথম দিনে
নতুন ধানের আটি
সোনার মতই দেখতে যে তা
সোনার চেয়েও খাঁটি ।
ধানের বোঝা মাথায় নিয়ে
ফিরে কৃষক বাড়ি
আটির উপর আটি রাখে
করে সারি সারি ।
ধান কাটা সাবার হলে
মাড়াই করা শুরু
নতুন ধানের পিঠা পায়েস
খাবে ছেলে বুড়ো ।
নতুন ধানের ভাঁপা পিঠে
শীতের সকাল বেলা
উনূন পাড়ে সবাই বসে
মহা মিলন মেলা ।
গোলা ভরা নতুন ধানে
মুখে তোমার হাসি
বাংলার কৃষক সালাম তোমায়
তোমায় ভালবাসি ।