আজ আর কথা নেই,
কোন শব্দ নেই,
আজ হোক নিঃশব্দেই কথোপকথন।
যেথায় হাড়ানোর ভয় নেই,
ভয় নেই;-
হেড়ে যাওয়ার মঙ্গলের মতন।

কোথায় যাবে!
কোন সে পথ!
কোন সে আদিখ্যেতা!

আমি যাযাবর হয়ে ছুটেছি,
পৃথিবীর একুল থেকে ওকুল, আমি হেটেছি।
আমি হেটেছি;-
আমাবশ্যা থেকে পূর্ণিমার আদ্যোপান্তে।
আমি হেটেছি বৃষ্টির আধিপত্যে।
আমি হেটেছি তপ্ত রৌদ্রে ঘর্মাক্ত হৃদয়ে।
আমি দ্বীপ থেকে দ্বীপান্তরে শুধুই মরিচিকার পেছনে ছুটেছি।

কোথায়!
কোথায় সে!
যে, সে নয়, কেন সে হয়ে উঠেছে আমার ডায়েরীতে!
কেউ কি আসবে!
কেউ কি ভাসবে সমূদ্রের ঢেউয়ের হেয়ালিতে!
কেউ না জানুুক,
কেউ না ভাবুক!
কেউ না কান্নায় ভেঙ্গে পরুক।
কেউ না!
আমি সকাল দুপুর রাত কার কল্পনায় হেসেছি!
বেচে থেকেও বেচে থাকার স্বাধ শূন্যে মিটিয়ে দিয়েছি!
আমি কেঁদেছি!
জন্মান্তরের বাধন কোথায় গিয়ে ফেলেছি!
যেন সিসিফাস হয়ে উঠেছি।
যেন নীটশে হয়ে জেনেছি ; সেঁ আর নেই!
সে যে প্লাস্টিকের কায়ায় নিজেকে নিজেই আলোকসজ্জিত, ধরেছি।
আমি হেড়েছি।
অমিমাংসকেই এক জীবনের বয়ান ধরে নিয়েছি।