তোমার প্রতিটি পদক্ষেপ দৃষ্টির শেষসীমায়?-'হ্যাঁ'।
একটু বুঝিয়ে বলতে পারবে তা কীকরে সম্ভব?
পারবো না কেন অবশ্যই পারবো মনদিয়ে শুনো!
-"বিজ্ঞানময় পৃথিবীর প্রাজ্ঞ অভিধান একদিন
অসম্ভব শব্দের অস্তিত্ব বিলীন করে দেবে জেনো!
ধরেনাও আমিই তার অঘোষিত সংবাদবাহক
ধরেনাও আমিই তার স্থাপনকৃত ভিত্তিপ্রস্তর,
ধরেনাও আমিই তার সদরফটক প্রবেশের,
ধরেনাও আমিই তার প্রেরণামূল-বিপ্লবসূত্র,
ধরেনাও আমিই তার চিন্তাচেতনা ও ভবিষ্যত,
ধরেনাও আমিই তার মহাজাগতিক গবেষণা।"
কেউকেউ বলে তুমি নাকি তাঁর অলৌকিক ক্ষমতা?
-"বদ্ধমূল বিশ্বাসীদের জন্য আমি তারই অংশ
তাও কিন্তু সঠিক কারোকারো উপহাসেরও পাত্র
তাও সত্য, উপহাস তাদের নিয়ে উপহাস করে
অথচ তারা তা অনুধাবন করতে সক্ষম নয়
সময় অবশ্যি তাদের মগজকে ধোলাই করবে
গলে তখন পরবে তারা নামের মালা হরহামেশ
আর আমাকে দেখবে আরেক চোখে যে চোখ স্রষ্টার।"
তোমার সহোদর সেইসিঁড়ি সম্পর্কে কিছু বলবে?
-"বলবো উপর বলো আর নিচ সবকিছুই তাঁর
মাটি আর আকাশ বস্ত দুই হলেও মালিক এক
খালিক তার এক-একক পাকপবিত্র সেইসত্তা
এখানে-সেখানে ইচ্ছে তার যেখানে যেকোনো মুহূর্তে
কুনে বাঁধা মহাবিশ্ব তাঁর বাস্তবিক ফা-ইয়াকুন।"
গর্ধভের চেয়ে বড়ো আর খচ্চরের চেয়ে ছোট
সাদারঙের বাহনজন্তুটির বুদ্ধিদীপ্ত জবাবে
লজ্জায় মাথানত করলো প্রশ্নকর্তা মনমানুষ,
নিজেকেই নিজে তখন দাঁড়করালো প্রশ্নের মুখে
বলো হে! বোকার স্বর্গে বাস করবে আর কতোকাল।?
/০৩/০৪/২০১৯ খৃস্টাব্দ।