কেউ তাকে ইসা ডাকে কেউ ডাকে যীশু
পৃথিবীর ইতিহাসে আচানক শিশু।
কেউ তাকে নবি মানে কেউ প্রভুপুত্র,
নিজেদের অভিমতে নিজেদের সূত্র।
কেউ বেশি ভালোবাসে কেউ তাকে নিন্দে,
কেউ বলে মরেগেছে কেউ বলে জিন্দে।
কেহ মনেকরে তার পরিচয় মন্দ,
কেহ খোঁজে কুদরতি ফুলেরই গন্ধ।
যুগেযুগে যিশু তাই লোকমুখে মূখ্য,
খাতা আর কলমেও বিশ্লেষণ সূক্ষ্ম।
২৫/১২/২০১৯ইং