হাইড্রোজেনশূন্য ব্লাকহোলের বিষাদিত দিলাল্পনা যখন
সুপ্রশস্ত নীলকাব্যের সুগভীর দ্বিনাল,প্রেম তখন গভীর ভালোবাসা;অবিকল প্রতিচ্ছবি জলেভাসা পদ্মের ।
ঔষধি ঘুমের ঘাতক প্রেমিক নীরব চাতক রাতের ধরায়,
গানের সাথে হেলেদুলে মৌসুমের এই চলতি খরায়,
আকাশবুকে তাকিয়ে তার বিশালতায় খোঁজে মন
যে মনে নাই ছলচাতুরী হামেশ বিলায় গুপ্তধন।।
সূর্যরূপে দিনদুপুরে চাঁদজোছনায় রাত,
আকাশ ছাড়া অন্য কী কেউ করতে পারে মাত?