অন্ত্যমিলহীন লেখায়-
অর্থের গোজামিল চোখে পড়ে যখন,
প্রতারক ছন্দগুলোকে দেখি নিছক দুর্গন্ধ ছড়াতে.....
নির্মাতার জীবনের বীভৎস চেহারা বিশ্লেষণ করে
আবিষ্কার করি তখন একের পর এক কপটতা;

তারপরও কিছু বলতে যাই না!
ভরসা খুঁজে পাই না প্রতিবাদের!

কারণ
গলায় যে তার লটকে আছে-
কবিরাজের দেয়া কুফরি কালামের শয়তানি তাবিজ!
বুকে ঝুলছে তথাকথিত কবির বাণিজ্যিক সার্টিফিকেট!
আপাদমস্তক পঙ্কিলতার অপবিত্র ঘাম।