আমি সেই রহস্যময় বীজের
বিবর্তিত ধারার অণু-পরমাণু এক।
যে রহস্যের বীজ বপন করেছিল
ইশ্বরের সুদীর্ঘ হাত।
পাপে অক্ষম নুরি ফেরেশতার দল
অনুগত কায়দার অবনত মস্তক সেদিন
রেখেছিলো যার কোমল দু'পায়,
স্বশ্রদ্ধ চিত্তে স্বীকৃতি দিয়েছিলো সৃষ্টির সেরা জীব;
তিনি আমার সেই আদিপুরুষ-
যার বংশ ক্রমিকায় জন্ম নিয়ে গর্ব করতে ইচ্ছে হয় আমার।
আমি সেই রহস্যময় বীজের বিবর্তিত ধারার অণু-পরমাণু এক,
যে রহস্যের বীজ বপন করেছিলো ইশ্বরের সুদীর্ঘ হাত।
আমাকে নিয়ে খুব বেশি ভেবে- ভুল করো না ভুল,
জানতে পারবে না বিন্দু- বুঝতে পারবে না একচুল।
একূল-ওকূল দু'কূল হারাবে-
পাগল হয়ে ছোটবে দিগ্বিদিক।
আমি সেই রহস্যময় বীজের বিবর্তিত ধারার অণু-পরমাণু এক,
যে রহস্যের বীজ বপন করেছিলো ইশ্বরের সুদীর্ঘ হাত।
পৃথিবীর বয়স যতই বাড়ছে-
ততই আমি ঘনীভূত রহস্যের নিগুঢ় তত্ত্ব,
চলমান আবিষ্কারের সূক্ষ গবেষক আমি-
ছোট্ট মাথা আমার সুবিশাল আরেক গবেষণাগার।
আমি সেই রহস্যময় বীজের বিবর্তিত ধারার অণু-পরমাণু এক,
যে রহস্যের বীজ বপন করেছিলো ইশ্বরের সুদীর্ঘ হাত।
রহস্যই নই কেবল-রহস্যের ও রহস্য বটে'
জনক-জননী অযুত লক্ষ নিযুত কোটি রহস্যের,
রহস্যময় যে জীবন প্রতিনিয়ত সন্ধান দেয়-
অনন্ত রহস্যের অভিনব পাঠসকল,
যে পাঠ বিশ্বপ্রণেতার,
সংযুক্ত যেখানে নিখিলের ছবি;
যেটা আমাকে ভাবিয়ে ভাবিয়ে-
হারিয়ে দেয় ভাবনার রাজ্যে;
ভাবুক যেখানে আপন নিয়মে গড়ে স্বদেশ তার।
আমি সেই রহস্যময় বীজের বিবর্তিত ধারার অণু-পরমাণু এক,
যে রহস্যের বীজ বপন করেছিলো ইশ্বরের সুদীর্ঘ হাত।