পথের মাঝে পড়ে আছে যারা,
কেন ওরা আজ ঘর ছাড়া?
ওরাতো আমাদেরই স্বজন
কেউ কি ভেবেছি কখন?
ওদেরও আছে রক্ত মাংস,
আছে আমাদের মতো কায়া
তবু এখনো পড়েনি ওদের উপর-
সভ্য লোকের ছায়া।
ওরাও স্বপ্ন দেখে,হৃদয় আছে দেহে;
তবুও পড়ে আছে অন্ধ স্রোতের মোহে।
ওরা টোকাই,ওরা ফকির,
ওরাই পাতিছে হাত-
দু'বেলা দু'মুঠো উদরে পুরিতে ভাত।
অনেক মোড়ল করছে ঘৃণা
বলিছে এ অপরাধ,
হে জানোয়ার-দিয়েছিস কি ওদের কখনো
একটু খানি প্রসাদ?
দিয়েছিস কি ওদের কখনো ত্রাণ?
যাহার পরশে বাঁচবে ওদের প্রান!!!!
কুকুর রাখিস ঘরের ভেতর
হাজার টাকা দিয়ে,
কখনো দেখিসনি বেহেস্তের সুখ
ওদের নিয়ে দু'বেলা দু'মুঠো খেয়ে।
যদি ওদের মতো আমিও হতেম
হয়তো করিতাম ভিক্ষা,
মানুষের আঘাত,মানুষের ঘৃণা
হতো আমার দীক্ষা।
থাকিতাম আমি পথের মাঝে
দুঃখ হতো সঙ্গী,
হাজার মানুষ করতো ঘৃণা
করিয়া নানান ভঙ্গি।
ভাবিয়া দেখো--
----তোমার যদি হতো এমন দশা
ক্ষুধার অন্য তুমিও করিতে আশা,
তুমিও চাইতে ওদের মতো ভালোবাসা।
পথের মানুষ হাটিয়া যাইতো
কঠিন পথে বাহি,
দেখিতে সবই চোখের জলে নাহি।
গর্ব করছি আমরা সকলে,
বলছি সৃষ্টির সেরা-
তবুও কঠিন আবরনে
হৃদয় মোদের ঘেরা!!!!
মানুষ হয়ে মানুষেরে করছি অপমান,
বারে বারে মনেহয়--
আমিই পৃথিবীর নিকৃষ্ট প্রাণ।
ওরা যদি করে থাকে অন্যায়,
তবে তা ওদের নয়;
এ অন্যায় যাদের কারনে
ওরা আজ পথবাসী;
যারা কেড়েছে ওদের বাঁচার অধিকার,
সুখ-শান্তি আর হাসি।
আমাদের ঘৃণায়,আমাদেরই অবহেলায়-
ওরা আজ অসহায়।
কতো যে পেয়েছে লাঞ্ছনা,
কতো যে হৃদয়ে আঘাত;
তবুও ওরা করেনা কখনো প্রতিবাদ।
আমাদের অত্যাচারে ওরা আজ
বাকহীন,
সুযোগ পেলে ওদের থেকেই
পৃথিবীর শিরোমণি হতে পারে একদিন।।।।
ওরাও হতে পারে আমাদেরই মতো
পায় যদি একটু আদর,একটু ভালোবাসা;
ওরাও দেখাতে পারে শান্তির স্বপ্ন-
আশা।