একদা শিকারীকে
আসতে দেখে
মা পাখিটা শেষে--
স্বীয় জানের ভয়ে
উড়াল দিয়ে
গেল মোদির দেশে।
এদিকে মা বিহনে
ছানাগুলো ছাদে--
সেদিন থেকেই
মায়ের জন্য কাঁদে।
এখন
কে খাওয়াবে বারেবারে
না খেয়েই যে অনাহারে
মরবে দুদিন বাদে।
দিল্লি থেকে খবর আসে
ঐ মা পাখিটা অবশেষে
পড়ছে ধরা ফাঁদে।
নাদুসনুদুস কালোধলো
মা হারানো ছানাগুলো
জড়ো হয়ে ছাদে--
মায়ের শোকে যেমন তেমন
খাবার জন্যই কাঁদে।