ওরে গাঁয়ের চাষী, শহরবাসী শোনেন সকল জনগণ
শুরু হৈছে ভোটার তালিকা হালনাগাদকরণ।
১টি নির্ভুল ভোটার তালিকার তরে
এই কার্যক্রমটি গ্রহণ করে
বাংলাদেশ নির্বাচন কমিশন।।
২৫ জুলাই তারিখ হতে ৯ই আগস্ট তাই
তথ্যসংগ্রহকারী যাবেন বাড়ি বাড়ি ভাই
তথ্যসংগ্রহকারীগণকে আপনার তথ্য দিন
সাথে লাগবে যেসব সনদ আগে জেনে নিন
জন্ম সনদ ছাড়াও আরো স্কুল কিংবা সমমান
পাসের ক্ষেত্রে লাগবে এসব দালিলিক প্রমাণ
পিতা মাতার NID কার্ড কিংবা ইউটিলিটি বিল
আপনার নামের সাথে থাকে যেন
এসব তথ্যের মিল
আপনার তথ্য আপনি দেবেন
সকল ভুল ভ্রান্তি দেখে নেবেন
তাইত সবার করি নিবেদন ।।
জন্ম যাদের ২০০০ সালের ১ জানুয়ারি
কিংবা তারও পূর্বে জন্ম যেসব নর নারী
ভোটার থেকে বাদ পড়েছেন, নিবন্ধন করেননি
তারাই শুধু করবেন জনাব এই নিবন্ধন এক্ষুণি,
এই সুযোগ চলে গেলে পস্তাবেন ভাই পরে
নিবন্ধনটা খুব জরুরি ভোটার হওয়ার তরে
তাই সময়ের কাজ সময়মত করেন তাড়াতাড়ি
হাতের কাছেই পাবেন না আর তথ্যসংগ্রহকারী
ওরে তাইরে নাইরে তাইরে নাইরে
ভোটার হওয়ার জন্য ভাইরে
তথ্য ফরম পূরণ করে করি নিবন্ধন।।
ভোটার নিবন্ধন ছাড়াও আরো আছে কথা
গানের সুরে গানের তালে শোনেন বলি যথা-
তথ্য সংগ্রহকারী যখন আপনার বাড়ি যাবেন
মৃত ভোটার থাকলে তাকে তথ্যটা জানাবেন
কিংবা যদি থাকে কোন ভুয়া নামের ভোটার
জানালে তথ্যসংগ্রহকারী নেবেন ব্যবস্থা ওটার
ওরে, স্থানান্তরের ক্ষেত্রেও বলি একই ঘটনা
তথ্য সংগ্রহকারীকে তার দেবেন বর্ণনা
সুষ্ঠ নির্বাচনের পূর্বশর্ত নির্ভুল ভোটার তালিকা
তাতে অন্তর্ভুক্ত না হয় যেন ভুয়া কিংবা
অপ্রাপ্ত বালক বালিকা
মৃত কিংবা ভুয়া ভোটার
কর্তন করা খুবেই দরকার
মনে করে নির্বাচন কমিশন।।
।