এ স্বাধীন দেশে কে বানালো
এ কেমন আয়না ঘর,
সে নামের সাথে ঘরের রূপের
আদ্যোপান্ত সবে ভিন্নতর।
এতে নাই জানালা,আলো বাতাস
অতি ছোট্ট এক কুঠুরি,
কাঁচের কোথাও আয়না তো নাই
যেন ভয়াল মৃত্যু পুরী।
জানত না কেউ আয়নাঘর কি
কোথায় বা সেই ঘর,
এটা ডিজিএফআইয়ের গোপন
বন্দীশালা,খুবই ভয়ংকর।
কেউ স্বৈরাচারের বিপক্ষে গেলে
পেলে তার খবর
গোয়েন্দারা গুম করে সে ঘরে রাখত
বছরের পর বছর।
কালো কাপড় দিয়ে ঢেকে চোখ ও মু্খ
করত নির্মম অত্যাচার,
এক আল্লাহ ছাড়া শুনত না কেউ
তার সে সকরুণ চিৎকার।