গাছটি দেখতে অনেক ছোট
ফলগুলো তার বড়ো,
ফলের ভারে গাছটি যেন
নুইয়ে পড়োপড়ো।
তাই বারে বারে দেখি ফিরে
এই বুঝি ফল পড়ল ছিঁড়ে
কিন্তু ফলের বোঁটা এতই শক্ত
পড়ে নাকো খসে,
দেখতে সে ফল ডাঁশা ডাঁশা
ভরা মধুর রসে।
মালিক ছাড়া অপরের ফল
ছিঁড়তে আছে মানা,
তবু সুযোগ পেলে দুষ্ট লোকে
দেয় যে তাতে হানা।
তাইত আমি থাকি সজাগ
চাইনা চোরে ফল নিয়ে যাক
বহু কষ্ট করে গাছ এনেছি
নীলফামারী থেকে,
গরু-ছাগলের ভয়ে সে গাছ
রাখি সদাই ঢেকে।
অতি উন্নত সে ফলের গাছের
কোন জুড়ি নাই,
হাত বাড়ালেই ছোট্ট গাছে
ফলের নাগাল পাই।
এত ছোট্ট গাছে এমনতরো
ফল ধরে সব বড়ো বড়ো
দেখে সে ফল মনে মনে
দারুণ খুশি হই,
সেই খুশিতে মুখে আমার
ফোটে হাসির খই।
শোবার পাশেই ফলের গাছটি
ডাঁশা ডাঁশা ফল,
এমন রসের ফল দেখে তাই
জিবে আসে জল।
ফলের গন্ধ পেয়ে রে ভাই
উঁকি মারে সাধক নিতাই
তাইত আমি গাছটি সদাই
আগলে রাখি চোখে,
গাছে এসব ফল দেখে যে
ঘুরে পাড়ার লোকে।
সংশোধন ও পরিবর্ধিত ২৭-৬-২০১৫