১৮ এর ভোটচোর
যা যা যা যা কুত্তার বাচ্চা
করিস না ঘেউ ঘেউ
তোর ঘেউঘেউঘেউ শব্দ শুনে
অতিষ্ঠ কেউ কেউ।
চোর যে গেল চুরি করে
সেই ১৮ সালের ডিসেম্বরে
নিশীথ রাতের অন্ধকারে
ভোট নিলো সে চুরি করে ।
হাজার লোকের অগোচরে
চোর পালালো চুরি করে
টুঙ্গী পাড়ার রাস্তা ধরে
দেখল না তো কেউ,
চোর পালানোর পরে এখন
করছিস ঘেউ ঘেউ।
চোর পালালে বুদ্ধি বাড়ে
এবার এলেই ধরব তারে
বলছে কেউ কেউ,
শুনে চোরের আনাগোনা
ভয় পেয়ে যে রিজভী সোনা
কাঁদছে ভেউ ভেউ।
নিশি রাতে নয়তো ভোরে
ভোট ডাকাতি করল চোরে
নিশি রাতে কোন সে চোরে
ভোট ডাকাতি করল ওরে
ধরল নাতো কেউ,
চোর যে দেখি খুব সেয়ানা
দারোগা পুলিশ ভয় করে না
অন্তরেতে অহংকারের ঢেউ।
এখন ধরতে মিছে
চোরের পিছে
লাগছে কত ফেঁউ,
ঐ চোরকে ধরতে পারে
ভোট চোরকে ধরতে পারে
নাই যে এমন কেউ।