জিম্মি বাংলাদেশ
রোজার আগে প্রতি কেজি  
দশ টাকায় বেগুন,
রোজায় এখন বেড়ে গিয়ে
হয় সেটা নয় গুণ।
শশা,গাজর,টমেটো,আলু
আদা, রসুন দেশি--
ঝিঙে,পটল,পেঁয়াজ, মরিছ
সব কিছুর দাম বেশি।
সব জিনিসেই আছে প্রচুর
কলা আপেল ডাব,
তবে সবখানেতে আছে শুধু
নিয়ন্ত্রণের অভাব।
আর কিছুদিন চললে বাজার
নিয়ন্ত্রণহীনভাবে
এ সোনার বাংলা শ্মশান হয়ে
শীঘ্র রসাতলে যাবে।
শক্তিধরদের শক্তির প্রয়োগ,
সকল চেষ্টাই শেষ,
সিন্ডিকেটদের হাতে এখন
জিম্মি বাংলাদেশ।
সিন্ডিকেটদের ইচ্ছে মাফিক
জিনিসের দাম বাড়ে
রমজানে তাই সুযোগ বুঝে
সবার পকেট মারে।
আজ গরিব যারা দিশেহারা
উঠছে নাভিশ্বাস,
দরবেশ বাবায় মূল্য হ্রাসের
নিত্য দেন আশ্বাস।
আসবে কী আর সুদিন ফিরে
দেশের যে হালচাল !
তবে দুর্ভিক্ষ কি আসছে ধেয়ে
সত্যি সত্যি কাল?