লাবিবের পোষা সান কনুর পাখি
সারাদিন ঘরে থেকে করে ডাকাডাকি।
এমন সুমধুর ডাক পেড়ে
সকলের মন প্রাণ সে নেয় কেড়ে।
পাখি আর লাবিবের দেখি খুব ভাব
পাখি তাই বুঝেনি মা বাবার অভাব।
দুজনে দুজনার চুমুও দেয় ঠোঁটে,
ভালবাসা যেন তাদের ওছলে ওঠে।
পড়তে বসলেও মাথায় বুলিয়ে হাত
পাখিটারে খেতে দেয় দুধ,কলা,ভাত।
যতই থাক না ভালবাসা পাখিটার সনে
ফাঁক পেলে উড়ে যাবে পাখি দূর বনে।
উড়ে গেলে সেতো কভু আসবে না ফিরে,
যত ডাকি সোনা মোনা কেঁদে আঁখি নীরে।