মসনদে বসে যদি --
যাহা খুশি তাহাই করবেন
গোষ্ঠী শুদ্ধ শেষে মরবেন
শেখ মুজিবের মত,
সুন্দর দেহ হবে ছিন্ন ভিন্ন
থাকবে না অক্ষত।
আপনি দেশের হর্তাকর্তা
তাই দেখাবেন সব ক্ষমতা
হিংস্র বরবরতা যত !
মরার পরে লোক পাবেন না
গোসল দেয়ার মত।
কাফন ছাড়াই দাফন হবে
খুশিতে আরও নাচবে সবে
দেশের মানুষ যত,
হয়ত নিজের আত্মীয় স্বজন
হবেন শোকাহত।
জানাজাতেও লোক হবে না
মোটে ইমামসহ পাঁচ ছয় জনা
তাও হবে না অত,
সেফু বলে হাসিনারও দশা হবে
ঠিক শেখ মুজিবের মত।