যদি হাজার মানুষের শোকের ভীড়ে
আবার যদি জিয়া আসতো ফিরে
তবে সবচে’ সেটাই হত খুশির খবর,
মহা আনন্দে হত গোটা দেশটা বিভোর।
খুশিতেই বলতাম উচ্চস্বরে
জিয়াউর রহমান যায়নি মরে
আবার আনন্দ মিছিলে দেশটা যে হত মুখর।
তবে সবচে’ সেটাই হত খুশির খবর।
এমন খুশির দিনে দেশবাসী
সবার মুখে কত ফুটত হাসি
আজ থাকত না বসে কেউ ঘরের ভেতর।
কত আনন্দ উল্লাসে কাটাত যে শুধু দিনভর।
ফুলের মালা দিতে জিয়ার গলে
আসত লোকেরা সব দলে দলে
মহা উল্লাসে কাটাতাম দিন রাতভর।
তবে সবচে’ সেটাই হত খুশির খবর।
আমাদের মাঝে আজ নেইত জিয়া
আর তার মত নেতা নেই মরমিয়া
কান্নায় ভাঙে বুক-দেখলে প্রিয় নেতার কবর।
আজো তাঁর শোকে বুকে বহে দুখের সাগর।
২৭-১২-০২