দেশে যারা যুদ্ধ ডাকে
অস্ত্রের জোরে লড়ে,
তারাই দেশের জনমনের
শান্তি বিনাস করে।
নব নব সমর অস্ত্রের
দারুণ গোলার চোটে
আকাশ পাতাল বিশ্বজাহান
অমনি কেঁপে ওঠে।
জীন-পরী সব পালায় ছুটে
ত্রাসে মানুষ মরে,
অনেকে হয় গৃহ হারা
অনন্তকাল ধরে।
যুদ্ধবাজী নয় যে ভাল
সব মানুষে জানে,
যুদ্ধ দেশে ভয়ঙ্কর এক
ধ্বংস বয়ে আনে।
যুদ্ধের কাল হয়ত বা এক
নগণ্য সে অতি,
তবুও দেশের হয় যে বিপুল
প্রাণ হানি আর ক্ষতি।
সে ক্ষয়ক্ষতি যে হয় না পূরণ
লাখ বছরও পরে,
তাইতো কেহ চাই না জেহাদ
ধ্বংস লীলার তরে।