গুজব নয় সে আজব বটে
ছলে বলে কৌশলে
রামজান আলীর ভূ-সম্পত্তি
রেজাতুল্যার দখলে।
সুযোগ বুঝে লোভী সামাদ
ফেলায় যেন বড়শী,
নিজের মেয়েকে নিজেই কাটে
জেল খাটে তার পড়শী।
চুরি করেও খালাস পেল
কুখ্যাত চোর জীতেনধর,
অনাথ তোতা জেল খাটে ফের
দীর্ঘ পঁচিশ বৎসর।
কালো টাকার পাহাড় গড়ে
জামাল উদ্দিন কেরাণী,
স্ত্রী আকলিমা তার গর্বে বলে
সে নাকি এক রাজরানী।
ঐ কোটিপতি ইব্রাহীমের
খবর পেলাম এলানে,
ঘুষের টাকার জীবন কাটায়
মহাসুখে দালানে।
রিলিফের মাল লুট করে খায়
মখলেছ চেয়ারম্যান ভণ্ড,
শত অভিযোগেও হল না তার
একটি পয়সাও দণ্ড।
বানের জলে ক্ষেতের ফসল
গেল যখন ভেসে
গরীব মরে পেটের ক্ষুধায়
মোড়ল মরেন হেসে।
পুকুর পাড়ে ঝোপের আড়ে
ডিম পাড়ে রোজ হাঁসে,
হাঁসের মালিক পায় না খেতে
খায় যেন কোন ডাশে।