রাগ করেছে নাহিদ মোদের
খেলনা গাড়ি চায়,
খেলনা গাড়ি না পেয়ে সে
বাড়ি ছেড়ে যায়।
নাহিদ ফিরে আয়না বাড়ি
কিনে দেব খেলনা গাড়ি,
রাগ করিসনে শোন।
ওরে বুবু একটি দাঁড়াও,
এমন করে যাসনে কোথাও
লক্ষ্মী আমার বোন,
রাগ করিসনে শোন।
(ওমা, ঐ দেখ্ দেখ্)
সন্ধ্যামনি ঝোপের কাছে
চেরু পাগলা বসে আছে
মুখ খানা হ্যাঁ করে।
চেরু পাগলা মানুষ খায়
আয় ফিরে বোন ঘরে আয়
দেখলে নেবে ধরে–
ঝুলির মধ্যে ভরে।