আমার এ দেশ ঘেরা যেন
শ্যামল তরু ছায়,
মৌরি ফুলের গন্ধ ছুটে
ভোরের পাখি গায়।
ধান ও পাটের সবুজ ক্ষেতে
বাতাস খেলে দোল,
ফাগুন এলে কোকিল ডাকে
ঝরে আমের বোল।
সাদা মেঘের ভেলা ভাসে
শরৎ যখন আসে,
প্রজাপতি ফুলে ফুলে
বেড়ায় ফুলের বাসে।
তারায় তারায় আকাশ ছাওয়া
কি মনোরম বেশ,
চাঁদের স্নিগ্ধ আলোয় ভরা
ওমা, আমার দেশ !