বাংলা আমার প্রাণের আশা
মায়ের ভাষা ভাই,
বাংলা ভাষার চাইতে খাসা
বিশ্বে কোথাও নাই।
এই ভাষারাই পিযুস মুখে
খোকন হাসে মায়ের বুকে
এই ভাষাতেই মনের সুখে
প্রাণের এ গান গাই।
এই ভাষাতেই জন্ম নিয়ে
ধন্য হলাম তাই।
মায়ের মুখের শেখা বুলি
বাংলা ভাষায় লেখি,
সুখে দুখে নানান রঙের
তাইত স্বপন দেখি।
বাংলা ভাষা এতই মধুর
তোমার আমার প্রাণের এ সুর
এই ভাষাতেই বাঁধা যেন
জীবন মরণ তাই।
মায়ের স্নেহ, বোনের আদর
এই ভাষাতেই পাই।