বাংলা ভাষার জন্য যাঁরা
দিয়ে গেলেন প্রাণ–
একুশের ভোরে স্মরণ করি
তাঁদের মহান দান।
এই যে স্বাধীন পথ চলা
মায়ের ভাষায় কথা বলা
আজকে যত হয়েছে সহজ
তা তাঁদেরই অবদান,
ওঁরা আছেন আমাদের মাঝে
হয়ে মহা-মহীয়ান।
সালাম, জববার, রফিক, বরকত
হাজার দামাল ছেলে
মায়ের ভাষার মান রেখেছেন
বুকের রক্ত ঢেলে।
ভাষার জন্য খেলেন গুলি
আমরা ওঁদের কেমনে ভুলি
তাই জীবন খাতায় সোনার পাতায়
ওঁরাই অনেক নামী,
ওঁরা বাংলা ভাষার ইতিহাসে
সোনার চেয়েও দামী।