শীত এসেছে সারা দেশে
শীত এসেছে গাঁয়,
ঘর বাড়ী সব ছেয়ে গেছে
মাঘের কুয়াসায়।
সকাল বেলায় উঠে দেখি
আকাশ আঙ্গিনায়,
পাশের যত বাঁশ ঝাড় সব
আবছা দেখা যায়।
রাত জাগা কোন পাখি কাঁদে
শিমুল গাছের ডালে,
সব কিছু হায় হারিয়ে গেছে
হীম কুয়সার জালে।
সূর্য যেন ঘুমিয়ে আছে
শীতে কাঁথা মুড়ে,
দারুণ শীতে টোকাই কাঁদে
কাক ডাকা খুব ভোরে,
থুর থুর থুর কাঁপে টোকাই
শীতের জামা নাই,
তবুও সে বাঁচার তরে
একটু খুঁজে ঠাঁই।