পৌষ-মাঘে শীতকালে
হিম কুয়াশায়
চারিদিকে পৃথিবীটা
যেন ঢেকে যায়।
সূর্যটা নেই কোথাও
দিনভর খুঁজি,
এই শীতে হিম হয়ে
মরে গেছে বুঝি।
মাঝে মাঝে উঠে দেখি
ভোর বেলা পরে
শীত নয়, মেঘ হতে
জল যেন ঝরে।
হাড় কাঁপে হিম বায়ে
রাতে করি কিযে ?
মনে হয় লেপ,কাঁথা
সব গেছে ভিজে।
বস্ত্রহীন আর দুঃখীজন
শীতে মরে কত !
কেউ নেই তাদের ব্যথা
বুঝবার মত।