ভোর বেলা গায়ে দিয়ে
কুয়াশার জামাটা,
ঘুমিয়ে যে থাকে এখন
দিনমণি মামাটা ।
কখনো যে ওঠে মামা
বেলা ঠিক দুপুরে,
ঠান্ডায় হাড় কাঁপে
নাইতে যে পুকুরে।
ঠক্ ঠক্ কাঁপে শীতে
বেড়ালের ছানাটা,
ঠান্ডায় তোলে পটল
বয়োবৃদ্ধ নানাটা।
কনকনে শীতে কাঁদে
নেই যার কম্বল,
তারা খুবই অসহায়
নেই কোন সম্বল।