হাড় কাঁপে ঠক্ ঠক্
কনকনে শীত,
দেশ জুড়ে মানুষের
কেঁপে ওঠে ভিত।
গায়ে নেই বস্ত্র যার
পৌষ আর মাঘে
কেবা ভাবে তার কথা
কী কষ্ট যে লাগে !
আছে যারা অসহায়
শীতার্ত জন,
এস দাঁড়াই তার পাশে
বন্ধুর মতন।
চল বিলিয়ে দিয়ে কিছু
পুরানো কাপড়
কষ্টটা লাঘব করি
শীতে যে কাতর।