শহর বন্দর কিংবা গাঁয়ের
আমরা শিশু যত–
বুকের মাঝে আছে সবার
ইচ্ছে শত শত।
বড় হয়ে কেউবা হব
সেরা বৈজ্ঞানিক,
কেউবা হব দার্শনিক আর
কেউবা সাহিত্যিক।
কেউবা হব বিচারপতি
কেউবা যে মোক্তার,
কেউবা হব ইঞ্জিনিয়ার
কেউবা যে ডাক্তার।
কেউব হব রবীন্দ্রনাথ
কেউবা নজরুল,
মজার মজার কাব্য লিখে
দেশে বাঁধব হূলস্থুল।
কেউবা হব এসএম সুলতান
বা জয়নুল আবেদীন,
শিল্পী হয়ে আঁকব ছবি
কত সোনালী রঙিন।
কেউবা হব নোবেল জয়ী
মাদার তেরেসা,
নিজের জীবন বিলিয়ে দিয়ে
করব দুঃখীর সেবা।
সেদিন গুলো আসবে কবে
সবাই হব সুখী,
মনের মাঝে স্বপ্ন কত
দিচ্ছে সদা উঁকি।