রাত দুপুরে দারাম দুরুম
আওয়াজ করে কে ?
খাটের ‘পরে ঘুমিয়ে আছে
লাবিব সোনা যে ।
করলে আওয়াজ দারাম দুরুম
লাবিব সোনার ভাঙবে যে ঘুম
তখন উঠে নতুন করে
ঘুম পাড়াবে কে ?
হুক্কাহুয়া ডাকলে শিয়াল
ভয় যে পাবে সে।
তাইত বলি লাবিব ঘুমায়
গোল করো না কেউ,
ওঠলে পরে লাবিব সোনা
কাঁদবে যে ভেউ ভেউ।
দেখবে তখন ছুটবে আরাম
ঘুম যে সবার হবে হারাম
তার কাঁদনে শত শত
ওঠবে লাবিব জেগে,
জাগলে কি আর ঘুমাবে আর
লাভ হবে না রেগে।