অঙ্গ জ্বইল্যা যায়রে আমার
অঙ্গ জ্বইল্যা যায়
পিরিতের আগুনে আমার
অন্তর পুইড়্যা যায়।
দিন কাটে না রাত কাটে না
করি কি উপায়
আমি করি কি উপায়।।
কি কথাতে মজিয়া সই
কালার প্রেমে পড়ে
বন পোড়া হরিণীর মত
বেড়াই একা ঘুরে
এখন কোথায় গেলে পাব তারে
বলো না আমায় সই গো
বলো না আমায়।।
এই পোড়া অঙ্গের জ্বালা আমি
জুড়াব কি দিয়া
না পাই যদি তারে আমি
যাব যে মরিয়া
এমন আর কতকাল থাকব চেয়ে
বন্ধুর আশায় সই গো
বন্ধুর আশায়।।