ওরে হাতে ধরি পায়ে পড়ি
কঙঁ পতিধন বিনয় করি
মোক ছাড়িয়া তোমরা
না যান বৈদ্যাশে (ওরে)।।
ওরে তোমরা গেইলে মুই কেমন করি
কোলার ছাওয়াটাক থাকিম ধরি
দিন তামানে অক কায়ঁ যে দেখিবে (ওরে)।।
ওরে টাকার লোভে যায়াঁ দুর বিদ্যাশে
বউয়ের কথাও ভুলি যাইমেন শেষে
না আসবেন আর ফিইরা বাড়িতে (ওরে)।।
ওরে খাই না খাই তাও নিজের দ্যাশত্
সুখেই আছি হামরা মঙ্গা দিনোত্
এর চায়া মুই কি আর বেশী চাওঁ
ওরে এর চায়া মুই কি আর বেশী চাওঁ ।।