রাগ করেছে লাবিব সোনা
কোন কিছুই খাবে না,
নতুন জামা ছাড়া নাকি
দাদুর বাড়ি যাবে না।
দাদুর বাড়ি নীলফামারী
উপজেলা সৈয়দপুর,
হিসেব করলে দূরত্বটা
ঢাকা থেকে বহু দূর।
রেল গাড়িতে চড়ে লাবিব
যাবে দাদুর বাড়ি,
সবাই মিলে ঈদের দিনে
মজা হবে ভারি।
বাবার সাথে রাতের বেলা
ওঠে কমলাপুরে
ঝম্ ঝমাঝম্ রেলেরগাড়ি
যাবে সৈয়দপুরে।
তোমরাও যেয়ো ঈদের দিনে
লাবিবের দাদু বাড়ি,
না গেলে তাই আমি যে ভাই
দেবো কিন্তু আড়ি।